জাগো টোয়েন্টিফোর
কবি: হাবিবুর রহমান
তার সত্য প্রকাশে আছে সুনাম,
সাংবাদিক সত্য লিখে ঝড়ে ঘাম।
জাগো টোয়েন্টিফোর ডট নেট,
তার সত্য প্রকাশে রয়েছে দম।
জাগো টোয়েন্টিফোর ভালোবাসি,
জাগো পরিবার ছড়ায়েছে হাসি।
জাগো দেশ মা মাটির কথা কয়,
দেশের খবর তাতে নেই ভয়।
সম্পাদক ভাই মিষ্ট ভাসি,
জাগো পরিবার ছড়ায়েছে হাসি।
জাগো টোয়েন্টিফোরের শক্তি,
পতাকা মা মাটি সেবায় ভক্তি৷
জাগো’র কলম তাই গর্জে উঠে,
জাগো ফুল উঠনে উঠনে ফুটে।
জাগো মানে পাই দেশের খবর,
জাগো ফুল ফুটেছে সবার ঘর।
জাগো টোয়েন্টিফোর দেশের বন্ধু,
কবির খাতা সপ্নের সিন্ধু৷
জাগো ফুল সকালে হাসি ছড়ায়,
সে নিত্য নতুন সংবাদ পড়ায়।
হাবিবুর রহমান, পয়েম করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট. সিংড়া-নাটোর 



















