বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তাঁর বিদেহী আতœার শান্তি কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১১ টার দিকে এ কর্মসূচির আয়োজন করে জামালপুর ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গসহযোগী সংগঠন।
এ উপলক্ষে বড় জামালপুর শাহী জামে মসজিদ প্রাঙ্গনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি ও গাইবান্ধা-৩ আসনের এমপি প্রার্থী অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক
জামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম মন্ডলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সহ-সভাপতি শহিদুল ইসলাম শহিদ, উপজেলা বিএনপির আহŸায়ক ছামছুল হাসান ছামছুল, সদস্য সচিব আব্দুস ছালাম মিয়া, যুগ্ন আহŸায়ক আনোয়ারুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবলু প্রমুখ। এ অনুষ্ঠানে সঞ্চালনা করেন আমিনুল্লাহ আমিন। শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আতœার শান্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 

















