গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার এক হিন্দু সম্প্রদায়ের বাড়ির উঠানে রাখা বিশাল একটি খড়ের পালায় অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) ভোর প্রায় ৫ টার দিকে উজেলার ভাতগ্রাম ইউনিয়নের বিরাহিমপুর গ্রামের পরেশ চন্দ্র সরকারের বাড়িতে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পরেশ চন্দ্র ওই গ্রামের মৃত দিনেশ চন্দ্র সরকারের ছেলে ও সাদুল্লাপুর সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ এবং গাইবান্ধা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি।
স্থানীয় ও থানার অভিযোগ সুত্রে জানা যায়, প্রতি রাতের ন্যায় মঙ্গলবার রাতে ওই পরিবারের লোকজন ঘুমিয়ে পড়েন। এরই মধ্যে বুধবার ভোর প্রায় ৫ টার দিকে পরেশ চন্দ্র সরকারের রাখা বাড়ির উঠানে বিশাল একটি খড়ের পালায় আগুন লাগার ঘটনা ঘটে। তাৎক্ষণিক প্রতিবেশী দুলা মিয়া নামের এক ব্যক্তি দাউ-দাউ করা আগুন দেখে চিৎকার দেন। এসময় পরেশ চন্দ্র সরকারের ভাই বিপশ চন্দ্র সরকার এই আগুনের দৃশ্য দেখে চরম আতঙ্কিত হয়ে উঠেন। এ অবস্থায় ফায়ার সার্ভিসে খরব দেওয়া হয়। কিছুক্ষণ পর তারা ঘটনা স্থলে এসে জ্বলন্ত আগুন নিয়ন্ত্রণে নেয়।
এ বিষয়ে বিপশ চন্দ্র সরকার বলেন, জমি সংক্রান্ত জেরে আমাদের সঙ্গে কতিপয় লোকজন দীর্ঘদিন ধরে শত্রুতা পোষণ করে আসছেন। এরই মধ্যে আমাদের খড়ের পালায় কে বা কারা আগুন ধরিয়ে দিয়েছে। এ ধরনের ঘটনায় আমরা খুব আতঙ্কে আছি। এ নিয়ে থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে।
ভাতগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি জামিউল আহসান মামুন বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে গিয়েছি। ধারণা করা হচ্ছে- তাদের জমি সংক্রান্ত জেরে শত্রুরা খড়ের পালায় অগ্নিসংযোগ করেছে।
ভাতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজার রহমান মাফু জানান, বুধবার সকালে ঘটনা স্থল পরিদর্শন করেছেন। তবে কে বা কারা অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে সেটি ধারনা করতে পারেন নি তিনি।
এ ব্যাপারে সাদুল্লাপুর থানার ডিউটি অফিসার ও উপ-সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) লুৎফর রহমান বলেন, খড়ের পালায় আগুনের ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। সেটি ওসি স্যারকে দেওয়া হবে।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 

















