গাইবান্ধা-৩ আসনের জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের এমপি প্রার্থী আবু কাওসার মোহাম্মদ নজরুল ইসলাম (লেবু মাওলানা) সাদুল্লাপুরের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
শনিবার (৩১ জানুয়ারি) দুপুরের দিকে সাদুল্লাপুরে দলী অস্থায়ী কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
এসময় বক্তব্য রাখেন এমপি প্রার্থী আবু কাওসার মোহাম্মদ নজরুল ইসলাম (লেবু মাওলানা), উপজেলা জামায়াতে ইসলামী আমির এরশাদুল হক ইমন, সেক্রেটারী সিরাজুল ইসলাম, জামায়াত নেতা রফিকুল ইসলাম প্রমুখ।
মতবিনিময়কালে আবু কাওসার মোহাম্মদ নজরুল ইসলাম (লেবু মাওলানা) গণমাধ্যম কর্মীদের কাছে নির্বাচনি পরিস্থিতি, এলাকার সম্ভাব্য উন্নয়ন ও সমস্যাগুলোর কথা শুনেন। এরপর তিনি বলেন, ইতোমধ্যে আমার নির্বাচনি এলাকার মানুষের কাছে অনেকটা ভোটের সারা মিলছে। এ আসনে আমি নির্বাচিত হবো ইনশাল্লাহ। আর নির্বাচিত হলে দুই উপজেলার কোন বৈষম্য না রেখে সার্বিক উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করা হবে।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 








