শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

এমপি প্রার্থীর নির্বাচনি কাজে বাধা দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন

গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের এমপি পদপ্রার্থী সুরুজ মিয়ার নির্বাচনি প্রচারণা কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এরই প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন এই প্রার্থী।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে সাদুল্লাপুরে দলটির অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় এমপি পদপ্রার্থী সুরুজ মিয়া তার লিখিত বক্তব্যে বলেন, ইতোমধ্যে এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে ট্রাক প্রতীকের গণজোয়ার তৈরি করেছে। এই জনপ্রিয়তায় ইর্শান্বিত হয়ে গত বুধবার (২৮ জানুয়ারি) আমার নির্বাচনি কর্মকাণ্ড শেষে রাত প্রায় ১০ টার দিকে বাড়ি ফেরার পথে সাদুল্লাপুর চৌরাস্তা মোড়ে পৌঁছি। এসময় মৃত মজিবর রহমানের ছেলে মোঃ সুজন ক্ষুব্ধ হয়ে আমাকে নির্বাচনি প্রচারণা কাজে বাধা প্রদান করেন। একইসঙ্গে আমার কর্মী-সমর্থকদের প্রাণ নাশের হুমকিও দিয়ে থাকেন। এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।

এমপি পদপ্রার্থী সুরুজ মিয়া আরও বলেন, আমি প্রশাসনের উদ্দেশ্যে বলছি- যারা এ নির্বাচনি কাজে বাধা প্রদান করতে চায় তারা যে দলের হোক না কেনো, তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিবেন বলে দাবি করছি।

এ বিষয়ে অভিযুক্ত মোঃ সুজন বলেন, নির্বাচনি কাজে বাধা দেওয়ার অভিযোগটি ভিত্তিহীন। মূলতঃ সুরুজ মিয়া ভাইয়ের সঙ্গে আমি পরিচিত হই। তাকে স্বচ্ছতার মাধ্যমে প্রচার-প্রচারণা করার জন্য পরামর্শ দিয়েছি।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, সংসদ সদস্য পদপ্রার্থী সুরুজ মিয়ার নির্বাচনি প্রচারণা কাজে বাধা দেওয়া সংক্রান্ত বিষয়ে একটি সাধারণ ডায়েরি হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা রক্ষার্থে পুলিশ তৎপর রয়েছে।

জনপ্রিয়

জিম্মি ইউএনওকে সেনাবাহিনীর উদ্ধার মহড়া

এমপি প্রার্থীর নির্বাচনি কাজে বাধা দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন

প্রকাশের সময়: ০৬:৪৪:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬

গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের এমপি পদপ্রার্থী সুরুজ মিয়ার নির্বাচনি প্রচারণা কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এরই প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন এই প্রার্থী।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে সাদুল্লাপুরে দলটির অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় এমপি পদপ্রার্থী সুরুজ মিয়া তার লিখিত বক্তব্যে বলেন, ইতোমধ্যে এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে ট্রাক প্রতীকের গণজোয়ার তৈরি করেছে। এই জনপ্রিয়তায় ইর্শান্বিত হয়ে গত বুধবার (২৮ জানুয়ারি) আমার নির্বাচনি কর্মকাণ্ড শেষে রাত প্রায় ১০ টার দিকে বাড়ি ফেরার পথে সাদুল্লাপুর চৌরাস্তা মোড়ে পৌঁছি। এসময় মৃত মজিবর রহমানের ছেলে মোঃ সুজন ক্ষুব্ধ হয়ে আমাকে নির্বাচনি প্রচারণা কাজে বাধা প্রদান করেন। একইসঙ্গে আমার কর্মী-সমর্থকদের প্রাণ নাশের হুমকিও দিয়ে থাকেন। এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।

এমপি পদপ্রার্থী সুরুজ মিয়া আরও বলেন, আমি প্রশাসনের উদ্দেশ্যে বলছি- যারা এ নির্বাচনি কাজে বাধা প্রদান করতে চায় তারা যে দলের হোক না কেনো, তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিবেন বলে দাবি করছি।

এ বিষয়ে অভিযুক্ত মোঃ সুজন বলেন, নির্বাচনি কাজে বাধা দেওয়ার অভিযোগটি ভিত্তিহীন। মূলতঃ সুরুজ মিয়া ভাইয়ের সঙ্গে আমি পরিচিত হই। তাকে স্বচ্ছতার মাধ্যমে প্রচার-প্রচারণা করার জন্য পরামর্শ দিয়েছি।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, সংসদ সদস্য পদপ্রার্থী সুরুজ মিয়ার নির্বাচনি প্রচারণা কাজে বাধা দেওয়া সংক্রান্ত বিষয়ে একটি সাধারণ ডায়েরি হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা রক্ষার্থে পুলিশ তৎপর রয়েছে।