রংপুর আরডিআরএস বেগম রোকেয়া মিলনায়তনে অনুষ্ঠিত হলো আন্তঃধর্মীয় সম্প্রীতির বাস্তবতা ও করণীয় শীর্ষক আঞ্চলিক সংলাপ।
সোমবার (২৬ জানুয়ারি) এই সংলাপের আয়োজন করে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- রংপুর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রমিজ আলম।
রংপুর বিভাগীয় পিস এম্বাসেডর নেটওয়ার্কের সমন্বয়কারী রেজাউন নবী রাজুর সভাপতিত্বে বক্তব্য দেন- রংপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক অনিল চন্দ্র বর্মন, যুব উন্নয়ন অধিদফতরের সহকারী পরিচালক আখেরুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদফতরের প্রোগ্রাম অফিসার হাবিবা হেলেন, পিএফজির এম্বাসেডর খন্দকার ফখরুল আলম বেঞ্জু, দি হাঙ্গার প্রজেক্টর আঞ্চলিক সমন্বয়কারী রাজেশ দে, এরিয়া কো-অর্ডিনেটর এস এম শফিকুর রহমান, কমিউনিকেশন এন্ড পাব্লিকেশন অফিসার এ এস এম আতিকুর রহমান, ফিল্ড কো-অর্ডিনেটর ফরিদা ইয়াসমিন প্রমুখ।
দি হাঙ্গার প্রজেক্টর বক্তারা বলেন, এই আঞ্চলিক আন্তঃধর্মীয় সংলাপের মূল উদ্দেশ্যে হলো- রংপুর বিভাগের ধর্মীয় নেতৃবৃন্দ, সুশীল সমাজ, যুব প্রতিনিধি ও অন্যান্য অংশীজনদের মধ্যে পারস্পপরিক বোঝাপড়া জোরদার করা। সেইসঙ্গে অভিন্ন মানবিক মূল্যবোধগুলো চিহ্নিত করা এবং একটি শান্তিপূর্ণ ও সহনশীল সমাজ গঠনে সম্মিলিত অঙ্গীকার সৃষ্টি করা।
তোফায়েল হোসেন জাকির, জাগো২৪.নেট 


















