আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে ধানের শীষের প্রার্থী মোহাম্মদ শামীম কায়সার লিংকনের পক্ষে সাব-রেজিস্ট্রি অফিস দলিল লেখক সমিতির আয়োজনে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারী) সকাল সাড়ে ১১টায় উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস চত্বরে দলিল লেখক সমিতির সভাপতি আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে এবং সদস্য জুয়েল আহমেদ এর সঞ্চালনায় সভায় অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, উপজেলা বিএনপি নেতা সাজাদুর রহমান সাজু, বিএনপি নেতা ও দলিল লেখক আজাহারুল ইসলাম বাদশা, দলিল লেখক মাহাফুজ আহমেদ সাজু, আনামত হোসেন, মাফিজার রহমান মোল্লা, শামীম আহমেদ, আব্দুল আউয়াল, ফটু মিয়া প্রমুখ।
সভায় বক্তারা গোবিন্দগঞ্জকে একটি আধুনিক ও সমৃদ্ধ উপজেলায় রূপান্তর করতে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে জয়যুক্ত করার আহ্বান জানান। ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে মাঠে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ।
উঠান বৈঠকে সাব-রেজিস্ট্রার অফিসের সকল স্তরের দলিল লেখক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক সাধারণ ভোটার উপস্থিত ছিলেন।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 


















