আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নে বিএনপির নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেল ৫টায় বুড়ইল ইউনিয়ন বিএনপির আয়োজনে বুড়ইল বাজার সংলগ্ন মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন বলেন, ধানের শীষ শুধু বিএনপির একটি প্রতীক নয়, এটি মানুষের অধিকার, গণতন্ত্র ও ন্যায়ের প্রতীক। হারানো ভোটাধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনতে ধানের শীষে ভোট দেওয়ার কোনো বিকল্প নেই। তিনি আরও বলেন, সাধারণ মানুষের দুঃখ-কষ্ট, বেকারত্ব ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থেকে মুক্তি পেতে বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে হবে। দেশ ও জনগণের কল্যাণের জন্য আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণকে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান তিনি।
উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকারের সভাপতিত্বে ও বুড়ইল ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সমাবেশে অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান একে আজাদ, বগুড়া জেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ও বগুড়া জেলা ওলামাদলের সাবেক সাধরাণ সম্পাদক আলহাজ্ব ফজলে রাব্বী তোহা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদার, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধরাণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন ও বুড়ইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান প্রমুখ।
উক্ত সমাবেশে বিএনপি, কৃষকদল, শ্রমিকদল, মহিলাদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলসহ অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, নন্দীগ্রাম (বগুড়া) 
























