গাইবান্ধার সুন্দরগঞ্জে মহান বিজয় দিবসে শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে কালের কণ্ঠ শুভসংঘ উপজেলা শাখা।
সোমবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার ও বধ্যভূমি স্মৃতিস্তম্ভে দেশের শহীদ ও সকল মুক্তিযোদ্ধাদের স্মরণে স্মৃতিচারণ ও শ্রদ্ধা নিবেদন করেন শুভসংঘের সদস্যরা।
এসময় শুভ সংঘের উপদেষ্টা শেখ মামুন-উর রশিদ, সহ-সভাপতি শফিকুল ইসলাম অবুঝ, সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ রাফি, সাংগঠনিক সম্পাদক শরিফুজ্জামান সাগর, প্রচার সম্পাদক এনামুল ইসলাম, ক্রীড়া সম্পাদক রাসেল প্রামাণিক, কোষাধ্যক্ষ লিয়ন ইসলাম রানা, সমাজ সেবা সম্পাদক শিমু, সদস্য সুদীপ্ত শামীম, জাহিদ হাসান জীবন, মিজানুর রহমান, বিপুল ইসলাম আকাশ, জসিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে, প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে বিজয় দিবসের বিভিন্ন কর্মসূচি পালন শুভ-সূচনা করা হয়।
সকাল ৯ ঘটিকায় কেন্দ্রীয় শহিদ মিনারে উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগিতা, মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারে সম্মাননা প্রদান, ক্রীড়া প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এরপর, থানা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও প্রতিষ্ঠানসমূহ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে।
এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম, উপজেলা নির্বাহী অফিসার (ইউ্নেও) কাজী লুতফুল হাসান, সহকারি কমিশনার (ভূমি শাকিল আহমেদ, থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহিল জামান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান উম্মে সালমা, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডর এমদাদুল হক বাবলু, সিরাজুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক, সাংগঠনিক, সামাজিক ও সাংবাদিক নেতৃবৃন্দ।
বিপুল ইসলাম আকাশ, করেসপন্ডেন্ট জাগো২৪.নেট, সুন্দরগঞ্জ, (গাইবান্ধা) 









