গাইবান্ধার জেলার প্রত্যেকটি উপজেলার বিভিন্ন স্থানে মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।
বুধবার (১৬ ডিসেম্বর) গাইবান্ধা জেলা ও উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো দিবসটি। কর্মসূচির মধ্য ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। এরপর পুষ্পস্তবক অর্পণ, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারন ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে জাতীয় সমৃদ্ধি অর্জন’ শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
এছাড়া জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে বঙ্গবন্ধু পুষ্পকানন উদ্বোধন ও ঘাঘট নদীর পাড়ে (নতুন ব্রিজ সংলগ্ন) মুজিব শতবর্ষ উপলক্ষে “মুজিব শতবর্ষ স্মৃতি শিশুপার্ক” এর ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।
তোফায়েল হোসেন জাকির 









