ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আঞ্চলিক সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর উল্টে শফিকুল ইসলাম (২৫) নামের এক চালক নিহত হয়েছে।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) রাতে উপজেলার খিরাতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত শফিকুল ইসলাম উপজেলার পাহাড়পুর ইউনিয়নের কচুয়ামুড়া গ্রামের মোহাম্মদ রব্বানি মিয়ার ছেলে।
স্বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জাগো২৪.নেট-কে জানান, উপজেলার চান্দুরা আখাউড়া সড়কের খিড়াতলা নামক স্থানে বালিভর্তি ট্রাক্টরটির সামনের দিকে যাওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, ব্রাহ্মণবাড়িয়া 









