গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় ৫ টি ড্রেজার মেশিনও জব্দ করা হয়।
সোমবার (২১ ডিসেম্বর) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজির হোসেন অভিযান চালিয়ে ওই পরিমান জরিমানা ও মেশিনগুলো জব্দ করেন।
তিনি জাগো২৪.নেট-কে জানান, গোবিন্দগঞ্জ উপজেলার পৃথক ৩ টি স্থানে এ অভিযান চালানো হয়। এসময় অবৈধভাবে বালু উত্তোলন, বিপনন ও পরিবহনের দায়ে ৩ জনকে মোবাইল কোর্টে দেড় লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। তাৎক্ষনিক দণ্ডপ্রাপ্তদের নাম-ঠিকানা জানাতে পারেন নি এসিল্যাণ্ড।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 









