গাইবান্ধার সাদুল্লাপুর ডায়েবেটিক সমিতি পরিদর্শণ করলেন গাইবান্ধার সিভিল সার্জন ডা. আকতারুজ্জামান আলাল।
এসময় তার সঙ্গে ছিলেন সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পা কর্মকর্তা ডা. শাহিনুল ইলাম মন্ডল, সিভল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. হাফিজুর রহমান ও সমিতির সদস্য সচিব প্রভাষক মাহমুদুল হক মিলন, অর্থ সচিব তাজুল ইসলাম রেজা, মেডিকেল অফিসার মো. মনির হোসেন মুরাদ প্রমূখ।
সিভিল সার্জন ডা. আকতারুজ্জামান আলাল ডায়াবেটিক সমিতির ল্যাব পরিদর্শন ও যন্ত্রপাতি দেখে সন্তোষ প্রকাশ করে জানান, শুধু সাদুল্লাপুর নয় গাইবান্ধার মধ্যে প্রথম সারির একটি ল্যাব সাদুল্লাপুর ডায়াবেটিক সমিতির ল্যাব।
তিনি আরও বলেন, সাদুল্লাপুর উপজেলা শহর থেকে একটু দুরে হওয়ায় রোগীরা এই সমিতির সেবা থেকে বঞ্চিত হচ্ছে। তবে এই সমিতিটি উপজেলা শহরের কাছাকাছি স্থানান্তর করা গেলে অন্য সাধারণ রোগীরা উপকৃত হত।
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | জাগো২৪.নেট