বাংলাদেশ ছাত্রলীগ এর কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন বলেছেন, এলাকার উন্নয়নে নৌকার বিকল্প নেই। সমাজের পিছিয়ে পড়া মানুষের অধিকার আদায় এবং দেশের উন্নয়নে বিশ্বাসী দল আওয়ামীলীগ। এলাকার উন্নয়ন চাইলে বিকল্প কোন প্রতীক নয় নৌকা প্রতীকে ভোট দিতে হবে।
শুক্রবার (৩১ ডিসেম্বর) বিকেলে সাঘাটা উপজেলার পদুমশহর ইউনিয়ন আওয়ামী লীগ এর আয়োজনে ১নং পদুমশহর ইউনিয়নে পরিষদ নির্বাচনে আওয়ামী মনোনীত (নৌকা) চেয়ারম্যান প্রার্থী মোজাহিদুল ইসলাম বকুলের নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিপন আরও বলেন, রাজনীতি করতে গিয়ে আমাদের অনেকের ব্যক্তিগত বিরোধ থাকতে পারে। কিন্তু জননেত্রী শেখ হাসিনার দেয়া নৌকার বিরুদ্ধে আমরা কোন ধরনের বিরোধ রাখবো না। জননেত্রী শেখ হাসিনা বিভিন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের নৌকা প্রতীক দিয়েছেন আর সেই নৌকা প্রতীকে ভোট দিয়ে আপনারা প্রার্থীকে বিজয়ী করবেন।
নয়া বন্দর উচ্চ বিদ্যালয় মাঠে পদুমশহর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল খালেক এর সভাপতিত্বে এবং সাঘাটা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাশার রুবেল এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- গাইবান্ধা জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, সাঘাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ওয়ারেছ প্রধান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসীল আরেফিন টিটু, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান প্রমূখ।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















