অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি ভার্চুয়ালি পদ্ধতিতে প্রধান অতিথির বক্তব্যে বলেছেন, সরকার শিক্ষার প্রসার ঘটাতে অবকাঠামো উন্নয়নসহ ব্যাপক উন্নয়ন করে চলেছেন। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অদম্য সদিচ্ছা, অতুলনীয় দেশপ্রেম, দৃঢ় মনোবলই উন্নয়ন অগ্রযাত্রাকে ত্বরান্বিত করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিন্তন দক্ষতা ও ভাবনা শক্তি প্রখর।
সোমবার (১১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার পশ্চিম সাঁইতাড়া উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন উপলক্ষে তিনি এসব কথা বলেন।
সহকারি কমিশনার (ভূমি) মো. ইরতিজা হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দিনাজপুর জেলা শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মো. আহসানুল হক মুকুল, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. মাহতাবউদ্দিন সরকার, সাঁইতাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মৌলানা শাহজাহান আলী, সাধারণ সম্পাদক সন্তোষ কুমার রায়, বিদ্যালয় সভাপতি গোবিন্দ চন্দ্র রায়, বিদ্যালয় প্রধান শিক্ষক সন্তোষ কুমার রায় প্রমূখ বক্তব্য রাখেন।
মো. রফিকুল ইসলাম, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 



















