শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৪ অপরাহ্ন

শেখ হাসিনার পদত্যাগ উল্লাসে সাদুল্লাপুরে পতাকা হাতে মানুষের ঢল

স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট
  • প্রকাশের সময় : সোমবার, ৫ আগস্ট, ২০২৪

শেখ হাসিনা পদত্যাগ করে তার দেশ ত্যাগে বিজয় উল্লাসে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা শহরে মানুষের ঢল নেমেছে। তারা বিজয়ের আনন্দ উল্লাসে মেতেছেন।

সোমবার (৫ আগস্ট) বিকেলে থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শহরে আসতে শুরু করে আন্দোলনকারী ছাত্র-জনতা ও বিএনপি-জামায়েতের নেতাকর্মীরা।

এসময় দেশের লাল-সবুজের পতাকা হাতে ও মাথায় নিয়ে উল্লাস করতে থাকেন তার। এছাড়া আন্দোলনকারী ছাত্র-জনতা ও বিএনপি-জামায়েতের নেতাকর্মীরা পথসভা করেন। এতে শ্লোগান দেওয়া হয়- হই হই রই রই, শেখ হাসিনা গেল কই।

এরপর আনন্দ উল্লাসে রাজপথে মানুষের ঢল নামে। শহরে আনন্দ মিছিল বের করেন ছাত্র সমাজসহ সাধারণ মানুষ। কোথাও কোথাও মিষ্টি বিতরণ করা হয়

এদিকে, উপজেলার আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটে। একই সঙ্গে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি সংবলিত ব্যানার-পোষ্টার ছিড়ে ফেলা হয়। এ অবস্থার মধ্যে স্থানীয় আওয়ামী লীগের কোন নেতাকর্মী চোখে পড়েনি। রাজপথ ছিল- ছাত্র-জনতা ও বিএনপি-জামায়াতের দখলে। আর অধিকাংশ ব্যবসাপ্রতিষ্ঠান ও দোকানপাট বন্ধ। সবমিলে স্বস্তি ফিরেছে আপামর জনতার।

সাদুল্লাপুরের অভিভাবকরা বলেন, ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে আজকে বাংলাদেশ স্বাধীনতা ফিরে পেয়েছে। সৈরাশাসক থেকে আমরা মুক্ত হয়েছি। এই ছাত্রসমাজ সুন্দর একটি দেশ গড়বে বলে প্রত্যাশা করেন তারা।

 

শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | জাগো২৪.নেট

কারিগরি সহায়তায় : শাহরিয়ার হোসাইন