ধান-চাল ক্রয় কমিটিতে জেলা ও উপজেলা পর্যযায়ে কৃষক সংকঠনের প্রতিনিধি সম্পৃক্ত করা গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা কৃষকলীগের আনন্দ মিছিল ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে সাদুল্লাপুর উপজেলা কৃষকলীগের আয়োজনে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাদুল্লাপুর উপজেলা কৃষকলীগের সভাপতি জহুরুল হক। বক্তব্য রাখেন, জেলা কৃষকলীগের মহিলা বিষয়ক সম্পাদক শাহীনারা বেগম রেনু, উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি রায়হান খান লাভলু, সাজা প্রামানিক, যুগ্ন সাধারণ সম্পাদক বিদ্যুৎ কুমার আলো ও জেলা প্রতিনিধি সেলিম মিয়া প্রমূখ।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান বক্তারা।
শেষে কৃষকলীগের ৬০০ কর্মীর মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। এসব কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন-ওয়ার্ডের কৃষকলীগ নেতাকর্মী অংশগ্রহন করে।
খোরশেদ আলম 



















