গাইবান্ধা সদর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আব্দুর রাফিউল আলম এর যোগদান উপলক্ষে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে গাইবান্ধা সদর উপজেলার সৌহার্দ্য সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সরোয়ার কবির।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদুর রহমান, উপজেলা প্রকৌশলী আজাদ মওলা, থানার ওসি মাহাফুজুর রহমান, কামারজানি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আব্দুর সালাম জাকির, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলী আকবর, গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, সাংবাদিক খালেদ হোসেন, ফ্রেন্ডশিপ প্রতিনিধি সালাম সরকার ও সদর উপজেলা পরিষদ মসজিদের পেশ ইমাম তাজুল ইসলাম প্রমূখ।
অনুষ্ঠানে গাইবান্ধা সদর উপজেলার সকল বিভাগের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, এনজিও প্রতিনিধি, বীরমুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















