গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের বড় জামালপুরে এম এ কাইয়ুম মন্ডল নামকরণে একটি গণকবরস্থানের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) বাদ জুম্মা গুডসেক সংস্থার এরিয়ায় এই গণকবরস্থানটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
এসময় বক্তব্য রাখেন, জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান শুভ, প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম মন্ডল, তাজুল ইসলাম, ইউপি সদস্য, আমিনুর রহমান, গুডসেক সংস্থার সভাপতি মামুন মন্ডল, সাধারণ সম্পাদক আব্দুর সালাম সরকার, সাবেক ইউপি সদস্য আব্দুল মোতালেব ফকির, স্থানীয় পল্লী চিকিৎসক মোস্তাফিজুর রহমান, সেনা সদস্য আতিকুর রহমান মন্ডল, তোতা ফকিরসহ অনেকে।
বক্তারা বলেন, এই বড় জামালপুরে অবস্থিত গ্রাম উন্নয়ন ও দুঃস্থ সেবা কেন্দ্র (গুডসেক) সংস্থাটি মরহুম এম এ কাইয়ুম মণ্ডল প্রতিষ্ঠা করেছিলেন। তার এই অবদানের ফলশ্রুতিতে এবং মর্যাদা অক্ষুন্ন রাখতে সংস্থাটির সার্বিক তত্ত্বাবধায়নে এম এ কাইয়ুম মণ্ডল নামকরণ করে গণকবরস্থানের যাত্রা শুরু করা হলো। এটি একটি সমষ্টিগত সমাধি স্থান। যা সামাজিক কল্যাণকর বয়ে আসবে।
শেষে উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া পাঠ করেন মাওলানা মো. নাসির উদ্দিন।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 

















