ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী গাইবান্ধায় সব ধরনের নির্বাচনি প্রচার সামগ্রী অপসারণে তৎপর রয়েছে প্রশাসন।
জেলা প্রশাসনের নির্দেশে বিভিন্ন এলাকায় ব্যানার অপসারণ কার্যক্রম তৎপর রয়েছে উপজেলা প্রশাসনরা।
রোববার (১৪ ডিসেম্বর) ফুলছড়িসহ বিভিন্ন উপজেলার জনবহুল এলাকায় একযোগে ব্যানার ও ফেস্টুন অপসারণ করতে দেখা গেছে।
এসময় ফুলছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গাজী মূয়ীদুর রহমান, সংশ্লিষ্ট ইউনিয়নের ভূমি কর্মকর্তা, গ্রাম পুলিশসহ প্রশাসনের অন্যান্য সদস্যরা উপস্থিত থেকে মাঠপর্যায়ে নির্বাচন কমিশনের নির্দেশনা বাস্তবায়নে তদারকি করেন।
স্থানীয়রা জানায়, নির্বাচনের তফসিল ঘোষণার পর এলাকায় ঝুলে থাকা বিভিন্ন প্রার্থীর ব্যানার ও পোস্টার অপসারণে প্রশাসন সক্রিয় ভূমিকা পালন করছে। এতে নির্বাচনী পরিবেশ শৃঙ্খলাপূর্ণ ও শান্তিপূর্ণ হবে বলে মনে করছেন সচেতন মহল।
প্রশাসনরা জানায়, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই জেলাজুড়ে সব ধরনের অবৈধ ব্যানার, ফেস্টুন ও অন্যান্য প্রচার সামগ্রী অপসারণ করা হবে। পাশাপাশি ভবিষ্যতে কেউ নতুন করে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
গাইবান্ধা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা বলেন, নির্বাচনি প্রার্থীদের আমরা চব্বিশ ঘণ্টা সময় দিয়েছি। এই সময়ের মধ্যেই তারা নিজ নিজ ব্যানার ও প্রচার সামগ্রী অপসারণ করবেন। এছাড়া প্রত্যেক ইউনিয়ন পর্যায়ে চেয়ারম্যান, মেম্বার ও গ্রাম পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে তারা এ কার্যক্রমে প্রয়োজনীয় সহায়তা করেন।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 


















