গাইবান্ধার সাদুল্লাপুরে শহীদ বুদ্ধিজীবি দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস সাদুল্লাপুর উপজেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।
দলটির অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সাবেক সভাপতি শফিউল ইসলাম স্বপন, প্রধান বক্তা জেলা তাঁতীদলের আহ্বায়ক আ স ম সাজ্জাদ হোসেন পল্টন।
জাসাস সাদুল্লাপুর উপজেলা শাখার সভাপতি মাছুদ মিয়ার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- ভাতগ্রাম ইউনিয়ন বিএনপির সদস্য রফিকুল ইসলাম রাজু, উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক শাহ আলম মিয়া, বিএনপি নেতা শাহজাহান সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক সাইফুল ইসলাম, উপজেলা জাতীয়তাবাদী বিপ্লবী দলের সভাপতি আব্দুর রহমান, জিয়া প্রজন্ম দলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন নয়নসহ অনেকে।
সভায় সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু।
শেষে শহীদ বুদ্ধিজীবিদের আত্নার মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন সাদুল্লাপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি জাহিদুল ইসলাম।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 









