দিনাজপুরের খানসামা উপজেলায় বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করল (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভিডিও চিত্র প্রদর্শন করা হয়েছে।
রবিবার রাতে উপজেলার পাকেরহাট গ্রোয়ার্স মার্কেট চত্বরে এ ভিডিও প্রদর্শন করা হয়। পর্যায়ক্রমে সকল ইউনিয়নে ভিডিও প্রদর্শন করা হবে। ভিডিও প্রদর্শনের মাধ্যমে গ্রাম আদালতের কার্যক্রম, বিচার প্রক্রিয়া, স্বল্প খরচে ও দ্রুত বিচার পাওয়ার সুযোগসহ সাধার মানুষের করণীয় বিষয়গুলো তুলে ধরা হয়।
গ্রাম আদালত সক্রিয়করণ-৩য় পর্যায় প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর আমানুর রহমান বলেন, গ্রাম আদালত সক্রিয় হলে গ্রাম পর্যায়ে সহজ ও সাশ্রয়ী ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব হবে। এ লক্ষ্য নিয়ে সরকারের এমন উদ্যোগ। কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। এতে গ্রাম আদালতের গুরুত্ব ও কার্যকারিতা সম্পর্কে উপস্থিত জনসাধারণের মাঝে ধারণা দেয়া হয় এবং প্রশ্নোত্তর পর্বে বিজয়ীদের পুরষ্কার প্রদান করা হয়।
সিনিয়র করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 









