দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় আশ্রয়ন প্রকল্প-২’র আওতায় ভুমিহীন ও গৃহহীনদের জন্য ঘর নির্মাণ কাজের ভার্চুয়ালি উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের দশআনিয়ার বান্নি নামকস্থানে গৃহ নির্মাণ কাজের ভার্চুয়ালি উদ্বোধন করেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি। অনুষ্ঠানে উপজেলার আব্দুলপুর, আউলিয়াপুকুর, ভিয়াইল, পুনট্টি ইউনিয়নেরও গৃহ নির্মাণ কাজের ভার্চুয়ালি উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আয়েশা সিদ্দীকার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. আহসানুল হক মুকুল, ইউপি চেয়ারম্যান সুনীল কুমার সাহা প্রমূখ বক্তব্য রাখেন।
উদ্বোধন শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্নার মাগফিরাত ও বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা, দীর্ঘায়ু ও দেশের সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মো. রফিকুল ইসলাম, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর): 



















