মুন্সীগঞ্জের সদর ও সিরাজদিখান উপজেলায় ২ জন নারীসহ ৪ মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। উদ্ধারকৃত মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সিরাজদিখান উপজেলার একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয় এক নারী (২৫) ও ওহাব সরকার (৭৫) নামে একজনে উদ্ধার করা হয়। এছাড়া মুন্সিগঞ্জ শহরের বাগমামুদালী পাড়ার একটি বাসা থেকে দীপ্র মজুমদার (২৮) ও মিতু সরকার (২৫) নামে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) রিজাউল হক দীপু জাগো২৪.নেট-কে বলেন, খবর পেয়ে একটি ডোবা থেকে ২৫ বছর বয়সী অজ্ঞাতনামা এক নারীর গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে একটি ছুরিও উদ্ধার করা হয়েছে। এছাড়া কালিনগর গ্রামে পারিবারিক কলহের জের ধরে ওহাব সরকারকে তার ছেলে লিয়াকত সরকার (৫০) হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর ছেলে পলাতক আছেন, তাকে আটক করার চেষ্টা চলছে।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিচুর রহমান জাগো২৪.নেট-কে জানান, বাগমামুদালী পাড়ার ভাড়া বাসা থেকে মিতু ও দীপ্রর মরদেহ উদ্ধার করা হয়। মিতুর মা সকালে মিতুর ভাড়া বাসায় গিয়ে দীপ্রকে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় এবং জানালার সঙ্গে গলায় কাপড় বাঁধা অবস্থায় মেয়ের মরদেহ দেখতে পান।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, মুন্সিগঞ্জ 



















