সরকারিভাবে গাইবান্ধার পলাশবাড়ীতে সরাসরি কৃষকের কাছ থেকে ধান ও মিল থেকে চাল সংগ্রহ লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে ১ হাজার ৮৩৮ মেট্রিক টন।
এ লক্ষে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) স্থানীয় সরকারি খাদ্য গুদামে ধান- চাল ক্রয়ের উদ্বোধন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কামরুজ্জামান নয়ন।
এসময় উপজেলা কৃষি অফিসার আজিজুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খন্দকার মাহবুব হোসেন, ভারপ্রাপ্ত গুদাম কর্মকর্তা আব্দুল কাদের বকশী, উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম পাপুল, মিল মালিক মনিরুজ্জামান ফুল মিয়া ও দীলিপ চন্দ্র সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খন্দকার মাহবুব হোসেন জাগো২৪.নেট-কে বলেন, চলতি আমন মৌসুমে উন্মুক্ত লটারীতে নির্বাচিত ৬৪৪ জন কৃষকের কাছ থেকে ৬৪৪ মেট্রিক টন ধান ক্রয় করা হবে। এছাড়া ৯৭ মিল থেকে সিদ্ধ চাল ১ হাজার ১৬৯ মেট্রিক টন ও ২৫ মেট্রিক টন আতপ চাল সংগ্রহ-ক্রয় করা হবে। প্রতিকেজি ধান ২৬ টাকা, সিদ্ধ চাল ৩৭ টাকা ও আতপ চাল ৩৬ টাকা কেজি দরে ক্রয় করা হবে বলে জানান তিনি।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, পলাশবাড়ী (গাইবান্ধা) 



















