গাইবান্ধা শহরে হাইড্রলিক হর্ণ ও এলইডি লাইট অপসারণে বিশেষ অভিযান চালানো হয়েছে। মঙ্গলবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে এ অভিযান চালানো হয়। এতে প্রায় ২ শতাধিক যানবাহন থেকে সহস্রাধিক লাইট ও হাইড্রলিক হর্ণ অপসারণ করা হয়েছে।
এসময় গাইবান্ধার পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আবি খায়ের, ট্রাফিক ইনস্পেক্টর নুর আলম সিদ্দিক, জেলা বিশেষ শাখার ইনচার্জ আব্দুল লতিফ, জেলা গোয়েন্দা শাখা (যিবি) ইনচার্জ আবু রায়হান প্রমুখ উপস্থিত ছিলেন।
মুহাম্মদ তৌহিদুল ইসলাম জাগো২৪.নেট-কে বলেন, মহামান্য হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী এই কার্যক্রম শুরু হয়েছে। নিরাপদ যাতায়াত ও দূর্ঘটনা রোধে কাজ করছি। এসময় উপস্থিত যাত্রী ও চালকদের হাইড্রলিক হর্ণ ও এলইডি বাল্ব এর ক্ষতিকর বিষয়ে সচেতন করা হয়।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















