দিনাজপুরের খানসামা উপজেলার বহুল আলোচিত মাদক সম্রাট ও একাধিক মামলার আসামি মমতাজ আলী ওরফে আকাশু (৫২) কে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) আকাশুকে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে বুধবার রাতে উপজেলার আলোকঝাড়ি ইউনিয়নের জয়গঞ্জ বাজার সংলগ্নস্থান থেকে ৮ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।
মমতাজ আলী ওরফে আকাশু (৫২) উপজেলার আলোকঝাড়ি ইউনিয়নের আলোকঝাড়ি গ্রামের মৃত কফুদ্দিনের ছেলে। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলো বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ কামাল হোসেন জাগো২৪.নেট-কে বলেন, গ্রেফতারকৃত মমতাজ আলী আকাশুকে আটকের পর মামলা দিয়ে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে। তার নামে আরও একাধিক মামলা রয়েছে বলে জানান ওসি।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 



















