দেশে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণে বিরোধিতাকারীদের আইনের আওতায় এনে শাস্তির দাবী জানিয়ে ‘বিজয়ের মাস ডিসেম্বরে’ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীরমুক্তিযোদ্ধার সন্তানদের আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
রোববার (৬ডিসেম্বর) বিকালে মুক্তিযোদ্ধা সংসদ ভবনে বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ আজমীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন, গাইবান্ধা সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আলী আকবর মিয়া, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের গাইবান্ধা জেলা সভাপতি অ্যাডভোকেট ইস্তেকুর রহমান সরকার, সহ-সভাপতি শেখ রোহিত হাসান রিন্টু, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মান্নান আকন্দ, মুক্তিযোদ্ধা সন্তান মাহমুদুল ইসলাম মানিক, শাহজাহান সোহেল, আল মুনছুর পলাশ, ভিপি ধারণ রায় লিপার, জহির রায়হান জুয়েল, বজলার রহমান বিপুল, শাকিল আজমী, সোহেল রানা মামুন ও কামরুল হাসান মিলন প্রমুখ।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, সাদুল্লাপুর (গাইবান্ধা) 



















