বাংলাদেশ ছাত্রলীগ বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে। গতকাল সোমবার শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু ও সাধারণ সম্পাদক মাসুম পারভেজ মুকুল স্বাক্ষরিত দলীয় প্যাডে কমিটির বিষয়ে জানানো হয়।
নব নির্বাচিত কমিটির সভাপতি হলেন সাকিরুল ইসলাম,সহ-,সভাপতি লিখন মিয়া,সাধারন সম্পাদক তোফায়েল আহম্মেদ তালহা,যুগ্ন সাধারণ সম্পাদক আল আমিন ইসলাম ও রানা মিয়াকে সাংগঠনিক সম্পাদক করে ৫ সদস্য বিশিষ্ট আগামী ১ বছরের জন্য আংশিক কমিটি ঘোষনা করা হয়।
নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ উপজেলা ছাত্রলীগের সভাপতি রিজ্জাকুল ইসলাম রাজু, সাধারন সম্পাদক মাসুম পারভেজ মুকুল,সাংগঠনিক সম্পাদক শাকিল আহম্মেদ ও মোকামতলা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ও ইউনিয়ন যুবলীগের নব- নির্বাচিত যুগ্ন সাধারন সম্পাদক এম এ মারুফ মন্ডল সহ উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এস আই সুমন, স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, বগুড়া 



















