বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে ভোলাহাট উপজেলায় সমাবেশ করেছে বিএনপি। সোমবার বিকাল ৪ টার দিকে কলেজ মোড়ে বিএনপির দলীয় অফিসে সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও ভোলাহাট সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মোঃ মাহাতাব উদ্দিনের সভাপতিত্বে মোবাইল ফোনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আমিনুল ইসলাম।
উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আনারুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল হক চুটু, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হেলাল উদ্দিন, জামবাড়িয়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোঃ সাদিকুল ইসলাম, দলদলী ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ মুস্তাকিম, উপজেলা শাখার সদস্য মোঃ আলাউদ্দিন, গোহালবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম রানা, চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ মিজানুর রহমান মিজু, যুবদলের আহŸায়ক মোঃ মুনসুর আলী, ভোলাহাট উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক মোঃ আব্দুল কাইয়ুমসহ অন্যরা।
বক্তারা বিএনপি চেয়ারপারসনের মুক্তি এবং তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানান। সমাবেশ শেষে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া করা হয়।
আলি হায়দার রুমান, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চাপাইনবাবগঞ্জ 



















