গাইবান্ধার সাঘাটা উপজেলায় গলায় ফাঁস দিয়ে মামুন মিয়া (৩২) নামের এক যুবক আত্নহত্যা করেছে। রোববার (২২ নভেম্বর) ভোরে উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের বিলবস্তা এলকায় এ ঘটনা ঘটে। মৃত্যু মামুন মিয়া ঝারাবর্ষা গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
স্থানীয়রা জানায়, প্রাণ কোম্পানির পিকআপ ভ্যান চালক মামুন মিয়া ঘর থেকে বের হয়ে যায়। এরপর ফিরে না আসায় খোঁজাখুঁজির একপার্যয়ে ওইস্থানের একটি গাছের সঙ্গে ঝুলন্ত মরদেহ দেখা যায়। সে আত্নহত্যা করেছে বলে জানায় তারা।
সাঘাটা থানা অফিসার ইনচার্জ (ওসি) বেলাল হোসেন জাগো২৪.নেট-কে বলেন, খবর পেয়ে মামুনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, সাঘাটা 



















