আসছে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়ন পরিষদের নির্বাচন। এ নির্বাচনে নৌকা প্রতীক প্রত্যাশায় চেয়ারম্যান পদে অংশ গ্রহণের লক্ষ্যে ইতোমধ্যে ভোটারদের সঙ্গে মতবিনিময় সভা অব্যাহত রেখেছেন মোখলেছুর রহমান।
এরই ধারাবহীকতায় সোমবার (২৩ নভেম্বর) বনগ্রাম ইউনিয়নের খোর্দ্দ পাঠানোছা গ্রামের নজরুল ইসলামের বাড়িতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এসময় স্থানীয় সুধিজনসহ শত শত নারী-পুরুষ উপস্থিত ছিলেন। তাদের দাবি, আসন্ন বনগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ক্ষমতাসীন আওয়ালীগের নৌকা প্রতীক প্রার্থী হিসেবে দেখতে চাই।
সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোখলেছুর রহমান ভোটারদের উদ্দেশ্যে বলেন, আসন্ন ইউপি নির্বাচনে নৌকা প্রতীক পাব বলে আশাবাদী। সেই সঙ্গে এলাকার উন্নয়ন তরান্বিত করতে ভোট প্রত্যাশা করছি। নির্বাচিত হলে সাধারণ জনগণের পাশে থেকে কাজ করে যাব।
উল্লেখ্য, সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোখলেছুর রহমান সাদুল্লাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের জয়েনপুর গ্রামের মৃত্যু আলাল উদ্দিন প্রামানিকের ছেলে। তিনি বাংলাদেশ আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের সমন্বয়ে উন্নয়ন পরিকল্পনা ও বাস্তবায়ন কমিটি বনগ্রাম ইউনিয়ন শাখার আহবায়ক। বিগত জাতীয় নির্বাচনে বনগ্রাম ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক হিসাবে দায়িত্ব পালন ও ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করে আসছেন।
খোরশেদ আলম 



















