জাতীয় নাগরিক পার্টি- এনসিপি গাইবান্ধা জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। মোট ৫২ সদস্য বিশিষ্ঠ এই কমিটি আগামী ৬ মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব আখতার হোসেন ও মূখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম স্বাক্ষরিত গাইবান্ধা জেলা আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।
এতে খাদেমুল ইসলাম খুদিকে আহ্বায়ক, রাশেদুল ইসলাম জুয়েলকে সিনিয়র যুগ্ন আহ্বায়ক, রাহাত ইবনে শহীদকে যুগ্ন আহ্বায়ক (এ পদে একাধিক রয়েছে), মাওলানা শাহ্ মাহফুজকে সদস্য সচিব, ইঞ্জিনিয়ার রায়হান মিয়া রাজুকে সিনিয়র যুগ্ন সদস্য সচিব, আবু বক্কর সিদ্দিককে যুগ্ন সদস্য সচিব (এ পদে একাধিক রয়েছে), সহীহ আহমেদ ছোটনকে সাংগঠনিক সম্পাদক (এ পদে একাধিক রয়েছে), আশানুর রহমান ও কাজল রেখা পিংকি মণিকে জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এবং আল আমিনকে সদস্য করে (এ পদে একাধিক রয়েছে) মোট ৫২ সদস্য বিশিষ্ঠ গাইবান্ধা জেলা আহ্বায়ক কমিটির অনুমোদন হয়।
নবগঠিত এই কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক রাশেদুল ইসলাম জুয়েল এ তথ্য নিশ্চিত করে বলেন, আমাদের দলের কার্যক্রম গতিশীলসহ সাংগঠনিক সকল কর্মসূচি বাস্তবায়ন অব্যাহত থাকবে।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 

















