২০২৫-২৬ অর্থ বছরের রবি মৌসুমে গাইবান্ধার সুন্দরগঞ্জে উপজেলার এক হাজার ৯৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এ প্রণোদনা পাবেন। প্রত্যেক কৃষক ২ কেজি করে হাইব্রিড ধানের বীজ এবং ১ হাজার ৪০০ কৃষককে জনপ্রতি ৫ কেজি করে উফসী ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার পাবেন।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রাশিদুল কবির, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মিজানুর রহমান, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সাদেক হোসেন, উপজেলা জামায়াতের আমীর শহিদুল ইসলাম সরকার মঞ্জু, পৌর জামায়াতের আমীর একরামুল হক, ছাত্রনেতা নুর আলম মিয়া নুর, স্থানীয় সাংবাদিক ও সুবিধাভোগী কৃষকগণ প্রণোদনার বীজ ও সার বিতরণকাল উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাশিদুল কবির বলেন, “প্রকৃত চাষিরাই যাতে কৃষি সহায়তা পান, আমরা সে লক্ষ্যেই কাজ করছি। রবি মৌসুমে ভালো ফলন নিশ্চিত করা ও উৎপাদন বৃদ্ধি এই প্রণোদনার মূল উদ্দেশ্য।”
তিনি আরও বলেন, “এই সহায়তা কৃষকদের উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি স্থানীয় কৃষিভিত্তিক অর্থনীতিকে শক্তিশালী করবে। পাশাপাশি আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে, যাতে কম জমিতেও বেশি ফলন পাওয়া যায়।
জাহিদ, স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 

















