গাইবান্ধার সুন্দরগঞ্জে মিনি চাইনিজ বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে চ্যাম্পিয়ন হয় বামনডাঙ্গা বান্না এন্টারপ্রাইজ আর রানার্সআপ হয় দেবেরতর এন্টারপ্রাইজ।
সোমবার বিকালে ধোপাডাঙ্গা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে বিশ্বাস হলদিয়ে স্পোটিং ক্লাবের উদ্যোগে এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলা শেষে পুরস্কার বিতরণকালে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন ধোপাডাঙ্গা ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ তসলিম উদ্দিন বাবলু মাস্টার।
প্রধান অতিথির বক্তব্য দেন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির সহসভাপতি অধ্যাপক ডাঃ খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী।
বিশেষ অতিথি উপজেলা বিএনপির আহবায়ক মো বাবুল আহমেদ ও সদস্য সচিব মো মাহমুদুল ইসলাম প্রমাণিক।
ধোপাডাঙ্গা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. সাবলু মন্ডলের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মো. সিরাজুল ইসলাম, তাতীদলনেতা এটিএম রাশিদুজ্জামান লিটন ও স্থানীয় ইউপি সদস্য মে. শহিদুল ইসলাম মাষ্টারসহ অনেকে।শেষে পুরস্কার বিতরণ করা হয়।
জাহিদ, স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 


















