দিনাজপুরের খানসামা উপজেলায় ‘দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ’ স্লোগানে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা প্রশাসন ও খানসামা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের যৌথ আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় খানসামা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) নিমাই কুমার দত্তের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কামরুজ্জামান সরকার।
অনুষ্ঠানে খানসামা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক 

















