গাইবান্ধার সাঘাটা উপজেলায় বাংলাদেশ হেলথ্ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন, বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় পরিদর্শক সমিতি, বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় মাঠ কর্মচারী এসোসিয়েশন ও বাংলাদেশ হেলথ্ ইন্সপেক্টর সেক্টোরাল এসোসিয়েশন যৌথ ভাবে- বেতন বৈষম্য নিরসনের দাবিতে অনির্দিষ্ট কালের জন্য কর্ম বিরতী পালন শুরু করেছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সাঘাটা উপজেলা হাসপাতালের সামনে দাঁড়িয়ে কর্মচারীরা কর্মবিরতী কর্মসূচী পালন করে। এসময় টেকনিকেল পদমর্যাদার দাবি তুলে ধরে বক্তব্য রাখেন, বাংলাদেশ হেলথ্ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের সাঘাটা উপজেলা সভাপতি ফরিদুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সবুজ মিয়, স্বাস্থ্য পরিদর্শক শহিদুল ইসলাম, স্বাস্থ্য সহকারী ছাইদুর রহমান,মেহেদী হাসান প্রমূখ।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, সাঘাটা (গাইবান্ধা) 



















