জাগো২৪.নেট: প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে সাদুল্লাপুর উপজেলার গৃহহীন মানুষদের সন্ধানে মাঠে নেমেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও
ইউএনও।
গত এক সপ্তাহ ধরে উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামাঞ্চলে বসবাসকারী গৃহহীন মানুষদের দোরগোড়ায় গিয়ে প্রকৃত উপকারভোগী যাচাই করছেন তারা।
এসময় সাদুল্লাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহারিয়া খান বিপ্লব, উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) মো. নবীনেওয়াজ, এমপি প্রতিনিধি আব্দুল জলিলসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
জানা যায়, মুজিববর্ষে ভূমিহীন-গৃহহীন অসহায় মানুষকে ঘর নির্মাণ করে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেটি বাস্তবায়নের লক্ষ্যে সাদুল্লাপুর উপজেলায় উপকারভোগী নির্বাচন করা হচ্ছে।
সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নবীনেওয়াজ জাগো২৪.নেট-কে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ে গিয়ে প্রকৃত সুবিধাভোগী যাচাই করা হচ্ছে। চূড়ান্ত তালিকা করে গৃহহীন মানুষদের ঘর তৈরি করে দেওয়া হবে। ইতোমধ্যে নির্মাণ কাজও শুরু করা হয়েছে বলে জানান তিনি।
খোরশেদ আলম 



















