সত্যের সন্ধানে, এ উদ্দেশ্য সামনে রেখে গাইবান্ধার সাদুল্লপুর উপজেলার একঝাঁক সাংবাদিক নিয়ে “জাগো২৪.নেট” নামের অনলাইন নিউজ পোর্টালের যাত্রা শুরু হলো।
মঙ্গলবার (১ ডিসেম্বর) এ উপলক্ষে দোয়া, আলোচনা সভা, অফিস উদ্বোধন ও পোর্টালটির ভিজিট কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সাদুল্লাপুর উপজেলা শহরের ইসমাইল হোসেন সুপার মার্কেটস্থ অফিস কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জাগো২৪.নেট এর সম্পাদক খোরশেদ আলম।
বক্তব্য রাখেন, সাদুল্লাপুর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান সোহেল, সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান পলাশ, সাবেক সভাপতি তাজুল ইসলাম রেজা, মোস্তাফিজার রহমান ফারুক, মাহমুদুল হক মিলন, ধাপেরহাট প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম, জাগো২৪.নেট এর নির্বাহী সম্পাদক ছোলায়মান সরকার, বার্তা সম্পাদক তোফায়েল হোসেন জাকির ও বিজ্ঞাপন ম্যানেজার উজ্জ্বল আকন্দ প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, সাংবাদিক ছামচুল হক কাজল, সাইদুর রহমান, জাহাঙ্গীর আলম, আব্দুল জোব্বার আকন্দ, মাসুদ মো. আনোয়ার হোসেন, লাবলু প্রমানিক, আব্দুল মালেক সাজু, জালাল উদ্দিন আকন্দ, পিয়ারুল ইসলাম, শামীম সরদার, হিরু মিয়া, শহিদুল ইসলামসহ আরও অনেকে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, 



















