বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ। এতে শাহজাহান আলী সরকারকে আহবায়ক ও পারভেজ সরকারকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) এ কমিটির অনুমোদন দিয়েছে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ। এই আহবায়ক কমিটি আগামী ৬০ দিনের মধ্যে সকল ইউনিট কমিটি সম্পন্ন করে, সাদুল্লাপুর উপজেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে বলা হয়েছে।
এই কমিটিতে ধাপেরহাট ইউনিয়নের তরুণ ছাত্রনেতা মো. মশিউর রহমান মিশর ২নং যুগ্ম আহবায়ক নির্বাচিত হয়েছেন। তিনি এ তথ্য নিশ্চত করে বলেন, আমাকে সাদুল্লাপুর উপজেলা ছাত্রদলের ২নং যুগ্ম আহবায়ক নির্বাচিত করায় বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমার পক্ষ থেকে লাখো সালাম, ধন্যবাদ ও চিরকৃতজ্ঞ। সেই সঙ্গে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি-সাধারণ সম্পাদক ও গাইবান্ধা জেলা ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাদকসহ নব গঠিত সাদুল্লাপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক-সদস্য সচিবকে আমার অন্তরের অন্তস্তল থেকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
তিনি আরো বলেন, আমি সাদুল্লাপুর উপজেলা ছাত্রদলের ২নং যুগ্ম আহবায়ক নির্বাচিত হওয়ায় আমার শুভাকাঙ্ক্ষীসহ সকলের কাছে দোয়া চাই, আমি যেন আমার দায়িত্ব সঠিক ভাবে পালন করতে পারি।
শফিকুল ইসলাম সাগর, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, 

























