গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে নবনির্মিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন করাসহ বিভিন্ন ধরণের উন্নয়নমূলক কাজের উদ্বোধন করলেন গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুরে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহীনুল ইসলাম মণ্ডল শাহীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি।
বিশেষ অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহারিয়া খান বিপ্লব, রংপুর বিভাগের স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মনির কুমার শর্মা, গাইবান্ধা বিএমএ সভাপতি ডা. মতিয়ার রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার রায়, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ জাকারিয়া খন্দকার, সহ সভাপতি অধ্যাপক আব্দুল জলিল সরকার, সাদুল্লাপুর প্রেসক্লাব সভাপতি শাহজাহান সোহেল, আবাসিক মেডিকেল অফিসার ডা. সুরঞ্জন কুমার সরকার, ডা. রাসেল আবছার ও ডা. হাবিবুর রহমান প্রমুখ।
এমপি উম্মে কুলসুম স্মৃতি বলেন, সাদুল্লাপুর ও পলাশবাড়ী উপজেলার মানুষের জন্য কিছু করতে চাই। সেদিক দিয়ে নানা ধরণের উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করার পরিকল্পনা রয়েছে। সেই সঙ্গে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য একটি এ্যাম্বুলেন্স এ বছরের মধ্যে প্রদানের চেষ্টা করা হচ্ছে।
এর আগে কমিউনিটি ক্লিনিক, এক্স-রে মেশিন, সিসি ক্যামেরা, হ্যাণ্ড ওয়াসিং কর্ণার ও এ্যাম্বুলেন্স গ্যারেজ উদ্বোধন করেন এমপি অ্যাডভোকেট উম্মে কুলছুম স্মৃতি।
স্টাফ করেসপন্ডেন্টে, বার্তা২৪.নেট 


















