রাজধানীর মিরপুরের তালতলা বস্তির অর্ধশতাধিক ঘর আগুনে ভষ্মিভূত হয়েছে। সোমবার (২১ ডিসেম্বর) দুপুরে মিরপুর-১১ নম্বর সেকশনে অবস্থিত এই বস্তিতে আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। আগুনে বস্তির ৫৫টি ঘর পুড়ে ছাঁই হয়ে গেছে। তাৎক্ষনিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তবে, কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এর মাসখানিক আগে, এই বস্তির অন্য প্রান্ত কালশি বস্তিতে আগুনের ঘটনা ঘটেছিল। সেখানে অন্তত তিন শতাধিক ঘর পুড়ে ভষ্মিভূত হয়। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বেলা ২টার দিকে কালশী নাভানা টাওয়ারের পেছনে তালতলা বস্তিতে আগুনেরঘটনা ঘটে।
মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো বস্তিতে ছড়িয়ে যায়। আগুনের কালো ধোয়ায় আচ্ছন্ন হয়ে যায় পুরো এলাকা। শুরুতে বস্তিবাসিরা নিজ উদ্যোগে পানি ও বালি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের উপ-পরিচালক (ঢাকা বিভাগ) দেবাশীষ বর্ধন সাংবাদিকদের বলেন, মিরপুরের তালতলা বস্তির আগুনে ৫৫টি ঘর পুড়েছে। আমাদের সাতটি ইউনিট এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি। তদন্ত শেষে আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমান জানা যাবে।
পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াজেদ আলী জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। একইসঙ্গে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে তারা সমন্বিতভাবে কাজ শুরু করেন।
নিউজ ডেস্ক 



















