ভালো মন্দ যাহাই আসুক, সত্যরে লও সহজে শ্লোগান নিয়ে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা থেকে প্রকাশিত জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘বিডি গাইবান্ধা ডট নিউজ’ এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার (১৭ ডিসেম্বর) বিকেলে গাইবান্ধা শিশু পরিবার (বালক) মিলনায়তনে আলোচনা সভা, সম্মাননা প্রদান ও কেক কাটা হয়। অনুষ্ঠানে গাইবান্ধা শিশু পরিবারের (বালক) এতিম শিশুরা উপস্থিত ছিল।
প্রথমে কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। এরপর ‘বিডি গাইবান্ধা ডট নিউজ’ এর প্রধান নির্বাহী এ. জে. আশিকুর রহমান শাওনের সভাপতিত্বে ও বিশেষ প্রতিনিধি মো. মনিরুজ্জামান খানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন স্টাফ রিপোর্টার মো. আমিনুর রহমান, গাইবান্ধা প্রতিনিধি মো. পিয়ারুল ইসলাম, মো. রওশন আলম পাপুল, বিশেষ প্রতিনিধি ওমর ফারুক, আশরাফুল ইসলাম ও আবেদুর রহমান সবুজ প্রমুখ।
অনুষ্ঠানে ‘বিডি গাইবান্ধা ডট নিউজ’-এ বিশেষ অবদানের জন্য ‘বিডি গাইবান্ধা ডট নিউজ’ এর সম্পাদক জিল্লুর রহমান পলাশ, বার্তা সম্পাদক সঞ্জয় সাহাসহ পিয়ারুল ইসলাম, আমিনুর রহমান এবং ছবি ও ভিডিও এডিটর সজিব সরকারকে সম্মাননা স্মারক দেওয়া হয়। শেষে এতিম শিশুদের নিয়ে কেক কাটেন সাংবাদিকরা।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 


















