ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ষষ্ঠ ধাপে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ৮ টি ইউনিয়নে অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। এ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশায় এ পর্যন্ত ৫৯ জন সম্ভাব্য প্রার্থী স্থানীয়ভাবে আবেদন ফরম সংগ্রহ করেছে।
মঙ্গলাবার (২১ ডিসেম্বর) বিকেল ৩ টার দিকে সাদুল্লাপুর উপজেলা আওয়ামীলীগের পৃথক দুটি কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ আওয়ামীলীগ সাদুল্লাপুর উপজেলা শাখা কার্যালয় (আবু হোসেন সরকার সুপার মার্কেট সংলগ্ন) থেকে উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক এসটিএম রুহুল আলম জানান, উপজেলার ৮ টি ইউনিয়নে আওয়ামীলীগের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন প্রত্যাশায় এ পর্যন্ত ৩৫ জন আবেদন ফরম সংগ্রহ করেছে। ইউনিয়নগুলোর মধ্যে রসুলপুর ৩ জন, নলডাঙ্গা ৫ জন, দামোদরপুর ৩ জন, ফরিদপুর ৭ জন, ধাপেরহাট ৫ জন, ইদিলপুর ৪ জন, ভাতগ্রাম ২ জন ও খোর্দ্দ কোমরপুর ইউনিয়নে ৬ জন আবেদন ফরম সংগ্রহকারী রয়েছে।
এছাড়াও বাংলাদেশ আওয়ামীলীগ সাদুল্লাপুর উপজেলা শাখা কার্যালয় (কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন) থেকে উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া খন্দকার বলেন, উপজেলার ৮ টি ইউনিয়নের আওয়ামীলীগের ২৪ জন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী দলীয় মনোনয়ন পেতে আবেদন ফরম সংগ্রহ করেছে। এর মধ্যে রসুলপুর ৪ জন, নলডাঙ্গা ২ জন, দামোদরপুর ২ জন, ফরিদপুর ৪ জন, ধাপেরহাট ২ জন, ইদিলপুর ৮ জন, ভাতগ্রাম ১ জন ও খোর্দ্দ কোমরপুর ইউনিয়নে ১ জন আবেদন ফরম সংগ্রহ করেছে।
সাদুল্লাপুর উপজেলা নির্বাচন অফিসার লুৎফর রহমান জানান, তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩ জানুযারি। মনোনয়নপত্র বাছাই ৬ জানুয়ারি। বাছাইয়ের বিরুদ্ধে আপিল করা যাবে ৭ থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১২ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৩ জানুয়ারি। প্রতীক বরাদ্দ হবে ১৪ জানুয়ারি। আর ভোটগ্রহণ হবে ৩১ জানুয়ারি।
তিনি আরও বলেন, সকল ইউনিয়ন পরিষদ নির্বাচন ইভিএম এর মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
স্টাফ করেসপন্ডেন্টে, বার্তা২৪.নেট 


















