আগামী ৩০ জানুয়ারি তৃতীয় ধাপে দিনাজপুরের হাকিমপুর (হিলি) পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে । এই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ধানের শীষ মেয়র প্রার্থী মনোনীত হয়েছেন সাবেক মেয়র সাখাওত হোসেন শিল্পী।
বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে হাকিমপুর পৌর বিএনপির ও ওয়ার্ডের সকল নেতাকর্মীদর মতামতে ও আলোচনা সাপেক্ষে হাকিমপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র সাখাওয়াত হোসেন শিল্পিকে স্থানীয় ভাবে একক প্রার্থী মনোনীত করা হয়।
এসময় হাকিমপুর থানা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সহ-সভাপতি প্রভাষক এরফান আলী, হাকিমপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক, সংগঠনিক সম্পাদক কামাল হোসেন, ৫ নং ওযার্ড বিএনপি সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, থানা যুবদলের যুগ্ন আহবায়ক আরমান আলী প্রধান, পৌর যুবদলের আহবায়ক মাজহারুল ইসলাম রাজ, থানা ছাত্রদলের আহবায়ক আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন,।
স্পেশাল করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, দিনাজপুর 



















