নিভৃত গ্রামাঞ্চলে এসেছে একঝাঁক তরুণ। তারা খুঁজছে দুস্থ মানুষদের। ব্যাগের ভেতর রয়েছে খাবার প্যাকেজ। সেটি বিক্রি করছে তারা। এই প্যাকেজে রান্না করা ভাত-ডিম ও সবজি খাবার। মাত্র ১ টাকা দামে ওইসব খাবার তুলে দিচ্ছে অসহায় মানুষদের হাতে। এমন মানসম্মত খাবার পেয়ে মহাখুশি দুস্থ মানুষেরা।
মঙ্গলবার (৭জুন) এমনি এক ব্যতিক্রম চিত্র দেখা গেছে গাইবান্ধার সুন্দরগঞ্জের কর্নিপাড়াসহ আরও বেশ কিছু এলাকায়। বিদ্যানন্দ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যানারে ওইসব খাবার ১ টাকায় বিক্রি করছিল সংগঠনভূক্ত তরুণরা।
এ সময় সংগঠনটির সদস্য আরমান হোসেন, নুর আলম মিয়া নুর, আমিনুল ইসলাম, দোলোয়ার হোসেন, লিফন মিয়া, নাহিদ প্রমূখ উপস্থিত ছিল। তাদের এমন কর্মকাণ্ড দেখে স্থানীয় ব্যক্তিদের কাছে প্রসংশিত হয়েছে।
জানা যায়, বিদ্যানন্দনের নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে দুস্থ-অসহায় ও সুবিধা বঞ্চিত অসহায় মানুষের জন্য কাজ করে চলেছে। তারা এক টাকায় খাদ্য, চিকিৎসা, শিক্ষা, আইনি সেবাসহ অনেক সেবামূলক কাজ অব্যাহত রাখছে। এরই অংশ হিসেবে সুন্দরগঞ্জ উপজেলার শতাধিক অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ১ টাকায় খাবার বিতরণ করে।
এক টাকায় খাবার পেয়ে কলিম উদ্দিন ব্যাপারী বলেন, বহুদিন যাবৎ ভালো খাবার রান্না করে খেতে পারছিলাম না। নানা অভাব-অনটনের সংসারে আজ খাবারগুলো পেয়ে খুব ভালো লাগছে। ওই ছেলেদের এই মানবিকতা কাজ দেখে আরও অনেকের শিক্ষা নেয়া দরকার।
সংগঠনটির স্বেচ্ছাসেবক নুর আলম নুর বলেন, সত্যি ভালো লাগলো বিদ্যানন্দ স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে কাজ করে। তারা দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ১ টাকায় এক বেলা আহারের ব্যবস্হা করেন। এটি একটি মহত উদ্যোগ।

বিপুল ইসলাম আকাশ, করেসপন্ডেন্ট জাগো২৪.নেট, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) 

















