শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সুড়ঙ্গের পেটে যাওয়ার আশঙ্কায় ‘স্লইচ গেট’

পথের মাঝে স্লুইচ গেট। কোলঘেঁষে সুড়ঙ্গের সৃষ্টি। বেড়েছে পানির চাপ। জনমনে  জন্মেছে আতঙ্ক। বিলীন হওয়ার আশঙ্কা গেটটি। প্রাণহানীর ঘটনাসহ নষ্ট হতে পারে কৃষি ফসল। এ নিয়ে দুশ্চিন্তায় এলাকাবাসী।

সরেজমিনে মঙ্গলবার (১৪ জুন) সকালে ঝুঁকিতে থাকা ওই গেটটির দেখা মেলে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায়। এখানকার ঘাঘট ব্রিজ-কামারপাড়া কাঁচা রাস্তার খামার বাগচী ও পুরানলক্ষীপুর গ্রামের সীমান্তবর্তী স্থানের গেট ঘেঁষে বিশালাকৃতির সৃষ্টি হওয়া সুড়ঙ্গ সহজে চোখে পড়ে।

স্থানীয়রা জানান, কৃষি ফসল রক্ষায় কয়েক যুগ আগে ওই স্থানে নির্মিত হয় স্লুইচ গেট। এরই মধ্যে গেটটি ঘেঁষে রাস্তার নিচে একটি সুড়ঙ্গ (গর্ত) সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতেও হালকা যানবাহন ও হেঁটে সুড়ঙ্গটির ওপর দিয়ে মানুষ চলাফেরা করছে। এতে করে মাটি ধসে যে কোন মুহূর্তে প্রাণহানীর ঘটনা ঘটতে পারে। এছাড়া অতি ঝুঁকিতে রয়েছে স্লুইচ গেট। দ্রুত সড়ঙ্গটি মাটিভরাট না করা হলে আসছে বর্ষায় পানির চাপে নদীগর্ভে বিলীন হতে পারে এই গেটটি। সেই সঙ্গে মানুষের দুর্ভোগসহ পানিতে তলিয়ে যেতে পারে সহস্রাধিক হেক্টর কৃষি ফসল। বিদ্যমান পরিস্থিতে নুরপুর, খামার বাগচী, পুরানলক্ষীপুর, কামারপাড়া, হিয়ালীসহ আশপাশের প্রায় ১৫ গ্রামের মানুষ চরম দুশ্চিন্তায় পড়েছেন।

ওই স্লুইচ গেটের রেগুলেটরম্যান ও সাবেক ইউপি সদস্য মোছা. ছালমা বেগম জাগো২৪.নেট-কে বলেন, কয়েক দিনের বর্ষণের কারনে হঠাৎ করে রাস্তার নিচে গেট সংলগ্ন বড় ধরণের সুড়ঙ্গের সৃষ্টি হয়েছে। যার ফলে গেটটি ভেঙে পড়ার আশঙ্কা করা হচ্ছে। অবিলম্বে সংস্কার করা না হলে দুর্ঘটনাসহ মানুষেরা ভোগান্তিতে পড়তে পারে।

এ বিষয়টির সতত্য স্বীকার করে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী গোলাম ওয়াদুদ জাগো২৪.নেট-কে জানান, ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্ষন করা হয়েছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয়

সুড়ঙ্গের পেটে যাওয়ার আশঙ্কায় ‘স্লইচ গেট’

প্রকাশের সময়: ১১:৪০:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০২২

পথের মাঝে স্লুইচ গেট। কোলঘেঁষে সুড়ঙ্গের সৃষ্টি। বেড়েছে পানির চাপ। জনমনে  জন্মেছে আতঙ্ক। বিলীন হওয়ার আশঙ্কা গেটটি। প্রাণহানীর ঘটনাসহ নষ্ট হতে পারে কৃষি ফসল। এ নিয়ে দুশ্চিন্তায় এলাকাবাসী।

সরেজমিনে মঙ্গলবার (১৪ জুন) সকালে ঝুঁকিতে থাকা ওই গেটটির দেখা মেলে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায়। এখানকার ঘাঘট ব্রিজ-কামারপাড়া কাঁচা রাস্তার খামার বাগচী ও পুরানলক্ষীপুর গ্রামের সীমান্তবর্তী স্থানের গেট ঘেঁষে বিশালাকৃতির সৃষ্টি হওয়া সুড়ঙ্গ সহজে চোখে পড়ে।

স্থানীয়রা জানান, কৃষি ফসল রক্ষায় কয়েক যুগ আগে ওই স্থানে নির্মিত হয় স্লুইচ গেট। এরই মধ্যে গেটটি ঘেঁষে রাস্তার নিচে একটি সুড়ঙ্গ (গর্ত) সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতেও হালকা যানবাহন ও হেঁটে সুড়ঙ্গটির ওপর দিয়ে মানুষ চলাফেরা করছে। এতে করে মাটি ধসে যে কোন মুহূর্তে প্রাণহানীর ঘটনা ঘটতে পারে। এছাড়া অতি ঝুঁকিতে রয়েছে স্লুইচ গেট। দ্রুত সড়ঙ্গটি মাটিভরাট না করা হলে আসছে বর্ষায় পানির চাপে নদীগর্ভে বিলীন হতে পারে এই গেটটি। সেই সঙ্গে মানুষের দুর্ভোগসহ পানিতে তলিয়ে যেতে পারে সহস্রাধিক হেক্টর কৃষি ফসল। বিদ্যমান পরিস্থিতে নুরপুর, খামার বাগচী, পুরানলক্ষীপুর, কামারপাড়া, হিয়ালীসহ আশপাশের প্রায় ১৫ গ্রামের মানুষ চরম দুশ্চিন্তায় পড়েছেন।

ওই স্লুইচ গেটের রেগুলেটরম্যান ও সাবেক ইউপি সদস্য মোছা. ছালমা বেগম জাগো২৪.নেট-কে বলেন, কয়েক দিনের বর্ষণের কারনে হঠাৎ করে রাস্তার নিচে গেট সংলগ্ন বড় ধরণের সুড়ঙ্গের সৃষ্টি হয়েছে। যার ফলে গেটটি ভেঙে পড়ার আশঙ্কা করা হচ্ছে। অবিলম্বে সংস্কার করা না হলে দুর্ঘটনাসহ মানুষেরা ভোগান্তিতে পড়তে পারে।

এ বিষয়টির সতত্য স্বীকার করে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী গোলাম ওয়াদুদ জাগো২৪.নেট-কে জানান, ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্ষন করা হয়েছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।