শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় এই প্রথম চালু হলো টনসিল অপারেশন

গাইবান্ধা জেলায় বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক থাকলেও কোথাও ছিল না টনসিল অপারেশন কার্যক্রম। এই প্রথম জেলার সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জেনারেল এনেসথেশিয়া দিয়ে বিনামূল্যে টনসিলেকটমি অপারেশন করা হয়। এখন থেকে এ কমপ্লেক্সে ওই অপারেশন কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সোমবার (১৫ আগস্ট) বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকীতে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন শিশুর অপারেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমটি উদ্বোধন করা হয়।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গাইবান্ধা সিভিল সার্জন ডা. আ ম আখতারুজ্জামান, তত্ত্বাবধায়ক ডা. মাহাবুব আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহীনুল ইসলাম মণ্ডল, আবাসিক মেডিকেল অফিসার ডা. সুরঞ্জন কুমার  প্রমুখ।

এসময় সাদুল্লাপুর উপজেলার দক্ষিণ সন্তোলা গ্রামের মন্টু সরকারের মেয়ে কাজলী আকতার (৮) নামের এক শিশুর টনসিল অপারেশন করেন ইএনটি সার্জন ডা, মিনহাজ ইবনে সৌমিক। এনেসথেশিয়ায় ছিলেন ডা. হাসানুল ইসলাম ও ডা. সুলভ। এস্টিস্ট করেন ডা. সুমন।

স্থানীয়রা জানায়, এর আগে গাইবান্ধা জেলাধীন কোথাও কোন টনসিলের অপারেশন ব্যবস্থা ছিলো না। ফলে এই এলাকার আক্রান্ত রোগিরা জেলার বাহিরে গিয়ে অপারেশন করে নিতো। এতে নানা ভোগান্তিসহ আর্থিক ব্যয় বেশী গুনতে হয়েছিল। এখন থেকে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টনসিল অপারেশন কার্যক্রম চালু হওয়ায় জনমনে স্বস্তি ফিরেছে।

সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহীনুল ইসলাম মণ্ডল বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী মানুষের স্বাস্থ্যসেবা দোড়গোড়ায় পৌঁছানের লক্ষ্যে এই ব্যবস্থা চালু করা হয়েছে। যা চলমান থাকবে।

জনপ্রিয়

গাইবান্ধায় এই প্রথম চালু হলো টনসিল অপারেশন

প্রকাশের সময়: ১০:০৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২

গাইবান্ধা জেলায় বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক থাকলেও কোথাও ছিল না টনসিল অপারেশন কার্যক্রম। এই প্রথম জেলার সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জেনারেল এনেসথেশিয়া দিয়ে বিনামূল্যে টনসিলেকটমি অপারেশন করা হয়। এখন থেকে এ কমপ্লেক্সে ওই অপারেশন কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সোমবার (১৫ আগস্ট) বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকীতে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন শিশুর অপারেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমটি উদ্বোধন করা হয়।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গাইবান্ধা সিভিল সার্জন ডা. আ ম আখতারুজ্জামান, তত্ত্বাবধায়ক ডা. মাহাবুব আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহীনুল ইসলাম মণ্ডল, আবাসিক মেডিকেল অফিসার ডা. সুরঞ্জন কুমার  প্রমুখ।

এসময় সাদুল্লাপুর উপজেলার দক্ষিণ সন্তোলা গ্রামের মন্টু সরকারের মেয়ে কাজলী আকতার (৮) নামের এক শিশুর টনসিল অপারেশন করেন ইএনটি সার্জন ডা, মিনহাজ ইবনে সৌমিক। এনেসথেশিয়ায় ছিলেন ডা. হাসানুল ইসলাম ও ডা. সুলভ। এস্টিস্ট করেন ডা. সুমন।

স্থানীয়রা জানায়, এর আগে গাইবান্ধা জেলাধীন কোথাও কোন টনসিলের অপারেশন ব্যবস্থা ছিলো না। ফলে এই এলাকার আক্রান্ত রোগিরা জেলার বাহিরে গিয়ে অপারেশন করে নিতো। এতে নানা ভোগান্তিসহ আর্থিক ব্যয় বেশী গুনতে হয়েছিল। এখন থেকে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টনসিল অপারেশন কার্যক্রম চালু হওয়ায় জনমনে স্বস্তি ফিরেছে।

সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহীনুল ইসলাম মণ্ডল বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী মানুষের স্বাস্থ্যসেবা দোড়গোড়ায় পৌঁছানের লক্ষ্যে এই ব্যবস্থা চালু করা হয়েছে। যা চলমান থাকবে।