বর্তমান প্রজন্ম মোবাইল গেমে আসক্ত হয়ে পড়েছে। তাদের মোবাইল গেম আসক্তি কমাতে ও শরীরচর্চার জন্য গ্রামবাংলার হা-ডু-ডু খেলার আয়োজন করা হয়েছে। গ্রামবাংলার হারিয়ে যাওয়া এ ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলার আয়োজন করেন দিনাজপুরের খানসামা উপজেলার কায়েমপুর গ্রামের সরিষাপাড়ার স্থানীয়রা। গত ২৫ আগস্ট বৃহস্পতিবার দুপুরে এ ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বিবাহিত ও অবিবাহিতদের পুরুষদল অংশগ্রহণ করে। খেলায় বিবাহিতদের দল বিজয়ী হয়।
বিবাহিত দলের বাবলু রহমান বলেন, বর্তমান প্রজন্ম মোবাইল গেমে আসক্ত হয়ে পড়েছে। তাদের মোবাইল আসক্তি কমাতে ও শরীরচর্চার জন্য গ্রামবাংলার হাডুডু খেলার এ আয়োজন।
অবিবাহিত দলের জামালউদ্দিন বলেন, শখের বসেই এই প্রীতি ম্যাচের আয়োজন করা হয়। যাতে করে গ্রামীণ খেলায় সকলের আগ্রহ তৈরি হয়।
স্থানীয় আসাদুজ্জামান আসাদ বলেন, গ্রাম-বাংলার ঐতিহ্য ধরে রাখতে ও যুব সমাজকে বিপথগামীতা থেকে রক্ষা করতে এই আয়োজন সত্যিই প্রশংসনীয় উদ্যোগ। ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলার আগ্রহ ফেরাতে ও সৃষ্টি করতে সরকারিভাবে উদ্যোগ নেয়া প্রয়োজন।

মো. রফিকুল ইসলাম, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 

















