জয়পুরহাটের পাঁচবিবিতে চাঞ্চল্যকর রেজুয়ান হত্যা মামলার প্রধান আসামী আনিছুর রহমান(৩৩) কে গ্রেফতার করেছে জয়পুরহাট র্যাব ক্যাম্পের সদস্যরা। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার গরুহাটি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আনিছুর উপজেলার পাটাবুকা জিয়ার মোড় গ্রামের মোঃ আবুল হোসেনের ছেলে। সে রেজুওয়ান হত্যা মামলায় দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। দুধবার দুপুরে র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
র্যাব জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর মোস্তফা জামান জানায়, বিগত ২০১৯ সালের ২৪ সেপ্টেম্বর জেলার পাঁচবিবি উপজেলার বালিঘানা ইউনিয়নের অন্তর্গত জিয়ার মোড় নামক স্থানে কতিপয় কিছু সশস্ত্র সন্ত্রাসী পূর্ব শত্রæতার জের ধরে চাপাতি, রামদাসহ ধারলো অস্ত্র নিয়ে রেজোয়ানকে তারা কুপিয়ে জখম করে রক্তাক্ত অবস্থায় রাস্তার উপর ফেলে রেখে যায়। পরবর্তী স্থানীয় জনগণ তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে পাঁচবিবি থানায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়। যার নং ৫৫/৬০১।
মামলাটির তদন্ত শুরু হলে প্রধান আসামী আনিছুর রহমান আত্মগোপন করেন। পরবর্তীতে র্যাব তথ্য প্রযুক্তির সাহায্যে চাঞ্চল্যকর রেজোয়ান হত্যা মামলার পলাতক আসামী আনিসুর রহমানের অবস্থান সনাক্ত গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীকে জয়পুরহাট সিআইডি কার্যালয়ে জিডি মূলে হস্তান্তর করা হয়েছে
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | জাগো২৪.নেট